ফতুল্লায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চারজনের যাবজ্জীবন
প্রকাশ: ২৩ মে ২০২৩, ১৫:৫৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
সম্পর্কিত খবর
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক। তারা হলেন- আলি (২১), ইলিয়াস (২৩), ফারুক (২০), ও আমির (২২)।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিটারীপুল রহমান ডাইংয়ের পাশে ওই ধর্ষণে ঘটনা ঘটে। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ (২৩ মে) চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।
তবে আসামিরা সবাই পলাতক বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম