তুরাগ নদীতে ভেসে উঠলো যুবকের লাশ
প্রকাশ: ২২ মে ২০২৩, ১৩:৫৩ | আপডেট : ২২ মে ২০২৩, ১৪:০৭
-image-255151-1684742858.jpg)
সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী কলাতিয়াপাড়ার তুরাগ নদীর গুদারাঘাটে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ মে) দুপুরে উদ্ধারকৃত লাশটির কোনো পরিচয় জানা না গেলেও পুলিশ অনুমান করছে বয়স আনুমানিক ত্রিশ বছর হবে।
সম্পর্কিত খবর
পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসী দুপুরে তুরাগ নদীতে রশি দিয়ে পেঁচানো একটি লাশ ভেসে থাকতে দেখে। ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তারা বছিলা নৌ পুলিশের সাহায্য নিয়ে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আসওয়াদুর রহমান বলেন, তুরাগ নদীতে ভেসে ওঠা লাশটির পরিচয় জানা যায়নি। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। আমরা লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি।