‘সরকারের বেঁধে দেয়া দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে’
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ২৩:৫৭ | আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০০:১৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম কমেছে। পাশাপাশি সরকারের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে নিত্যপণ্য।
শুক্রবার (৩১ মার্চ) রংপুরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সম্পর্কিত খবর
এছাড়া কৃষকদের জন্য পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভারত থেকে আমদানি কমিয়ে আনা হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অন্য বছরের তুলনায় এবছর রমজানে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।
আর ভুটান সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রফতানি ও ব্যবসা-বাণিজ্যে সড়ক যোগাযোগ নিয়ে চুক্তি হয়েছে।
পূর্বপশ্চিববিডি/এসএম