বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও আহত হয়েছেন আরো চারজন।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলি এলাকায় এ ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
নিহতরা হলেন- উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও মাটিয়ারা গ্রামের বাসিন্দা আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)। অপরদিকে আহতরা হলেন-নিহত ফাতেমা আক্তারের ছেলে মো. জুনাইদ (৯), মাটিয়ারা এলাকার শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক মো. আশিক (২৫)।
সদর দক্ষিণ মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, মদিনা পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ছয়জন আহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম