হবিগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ওই গ্রামের সূর্যল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের প্রতিবন্ধী সন্তান ইয়াছিন মিয়া (১০)।
সম্পর্কিত খবর
চুনারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ওই পরিবারের প্রধান সূর্যল হকের মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর তার স্ত্রী জেসমিন আক্তার ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার মরদেহ বাড়ির ভেতরে রয়েছে। সূর্যল হকের আরো তিন সন্তান জীবিত আছে।
তিনি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। আর সূর্যল একজন হতদরিদ্র লোক। তিনি সংসার চালাতে পারছিলেন না। এজন্য স্ত্রী ও ছেলে ইয়াছিনকে মারার পর হয়তো সূর্যল হক আত্মহত্যা করেছেন।
মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান পুলিশের এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পূর্বপশ্চিমবিডি/এসএম