সিলেট জেলা বিএনপির কমিটিতে ‘নিখোঁজ’ ইলিয়াস আলী

প্রায় ১১ বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।
রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সম্পর্কিত খবর
সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে।
কমিটিতে সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ৩১ জন।
কমিটিতে ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াস একাদশ সদস্য হয়েছেন।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে 'নিখোঁজ' হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সাবেক ছাত্রদল নেতা এম ইলিয়াস আলী সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য।
ইলিয়াস আলীকে কমিটিতে রাখা প্রসঙ্গে বিএনপির জেলা শাখার সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে গুম করে রেখেছে। এই বাস্তবতা বিবেচনা করে আমরা তাকে কমিটিতে সম্মানিত পদে রেখেছি।