মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৪
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৯:৪৭ | আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১০:৩০

মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৪ জন নিহত ও আহত বেশ কয়েকজন। রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।
সম্পর্কিত খবর
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম