• সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

ডাচ-বাংলার টাকা লুটের ঘটনায় দুই নারীসহ আটক ৩

প্রকাশ:  ১২ মার্চ ২০২৩, ২২:২৩
খুলনা প্রতিনিধি

ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনায় অভিযান চালিয়ে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনি থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।

স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকে সিএন্ডবি কলোনির একটি ভবন ঘিরে রাখে পুলিশ। পরে ওই ভবনের ৪র্থ তলার জনৈক জাহাঙ্গীরে বাসায় অভিযান পরিচালনা করে। শনিবার ওই বাড়িতেই তার বোন-ভগ্নীপতি এসেছে।

পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনির টুআর-২ নং ভবনের চারতলার বাসিন্দা জনৈক জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালনা করে তার ভগ্নীপতি আকাশসহ ২ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়।

অভিযানে অংশ নেওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) এডিসি রাশেদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত আকাশকে নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

ডাচ-বাংলা ব্যাংক
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close