রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ঘটে এই দুর্ঘটনা।
নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও মো. হাসান (৩০) নামের দুই যুবক। এ ঘটনায় সোহেল (৩৫) নামে একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি পিকআপ। পরে অটোরিকশায় থাকা চালক মো. আকবর হোসেন (৪০), যাত্রী হাসান (৩০) ও সোহেলকে (৩৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় হাসানেরও মৃত্যু হয়। সোহেল নামে একজন চিকিৎসাধীন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপ ভ্যান, চালক ও তার সহযোগী পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম