জমি নিয়ে বিরোধ, দুই ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাচপুরের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আসলাম (৪৮) ও মো. রনি (৩৫)। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পর্কিত খবর
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
পূর্বপশ্চিমবিডি/এসএম