‘পশ্চিমবঙ্গ থেকে আমাদের নাটক অনেক সমৃদ্ধ’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পশ্চিম বঙ্গের নাটক থেকে গুণেমানে, সংলাপে ও অভিনয়ে আমাদের নাটক অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা অনেক বেশি ভালো অভিনয় করে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় সি-ক্লাব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত অভিনয় শিল্পী সংঘের ইক্যুইটি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদেরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী জয়া আহসান।
ওবায়দুল কাদের বলেন, অভিনয় নিয়ন্ত্রণের বিষয় নয়। আমরা শিল্পীরা কালো আইন থেকে মুক্ত। শেখ হাসিনা যতোদিন ক্ষমতায় আছেন অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল আছে তারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা আমাদের দায়িত্ব। এসব কারণে আমরা জনগণকে পাহারা দেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম