গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০

গাজীপুর মহানগরের ছোটদেওরা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি গাজীপুরের ছোট দেউড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনে সমস্যা হয়। এরপর থেকে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
সম্পর্কিত খবর
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম জানান, ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন ঢাকার দিকে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে ঢাকার কমলাপুরে যোগাযোগ করা হচ্ছে। ট্রেনটির ইঞ্জিন জয়দেবপুর এবং ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি বিকল হয়ে যাওয়ায় আপাতত অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে যাওয়া ট্রেনটি জয়দেবপুর স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/ এসএম