দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফের এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে হঠাৎ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌদুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল সোয়া ৯টা থেকে এ রুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।
বর্তমানে এই রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/ এসএম