থানচিতে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে আহত ৮, আটক ৫
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১১

বান্দরবানের থানচি উপজেলায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে র্যাবের আট সদস্য আহত হয়েছেন। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রেমাক্রিতে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র্যাব। ওই স্থানের কাছাকাছি পৌঁছালেই শুরু হয় গোলাগুলি। কয়েকঘণ্টার ধরে চলে এ গোলাগুলি। তবে আটক ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সম্পর্কিত খবর
বিকেলে থানচি তমাতুঙ্গীতে এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব তথ্য জানান।
পূর্বপশ্চিমবিডি/এসএম