সুনামগঞ্জে ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক পীর হাবিবকে স্মরণ

বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।
রোববার (৫ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সম্পর্কিত খবর
সুনামগঞ্জ প্রেসক্লাবে পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, সহ-সভাপতি আল-হেলাল, সেলিম আহমদ তালুকদার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সদস্য ঝুনু চৌধুরী, মিজানুর রহমান, মাসুম হেলাল, আনোয়ার হোসেন, আমিনুল হক, হোসেন মাহমুদ শাহীন, বাবুল মিয়া প্রমুখ।
এর আগে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও জাতীয় পার্টির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা, পীর হাবিবুর রহমান ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাদ জোহর মাইজবাড়ি জামে মসজিদে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম