মাদারীপুরে ঘুমন্ত চা দোকানিকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০

মাদারীপুর সদর উপজেলায় ঘুমন্ত এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চা দোকানির নাম আউয়াল মাতুব্বর। তিনি ওই চা দোকানেই থাকতেন।
সম্পর্কিত খবর
জানা যায়, আউয়াল মাতুব্বর চা দোকানেই থাকেন। প্রতিদিনের মতো শনিবারও তিনি চা দোকানে ঘুমান। ভোরে দোকানের ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আউয়াল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম