খুলনায় ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীর একটি ধানক্ষেত থেকে তাজমিরা বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
সম্পর্কিত খবর
তাজমিরা বেগম উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লার স্ত্রী।
পুলিশ জানায়, তাজমিরা পার্শ্ববর্তী একটি ইটভাটায় রান্নার বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে বেরিয়েছিলো। এরপর তাদেরই ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনপূর্বক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। নিহতের স্বামী ওবায়দুল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম