খুলনায় প্রকাশ্যে গুলি করে হত্যা
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:২৫

খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় সোমবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা বলছেন, মিলন ফকির আজ সকালে আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানের সামনে চেয়ারে বসে ছিলেন। এর মধ্যে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মিলন। পরে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সম্পর্কিত খবর
ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার জানান, এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ছাড়া কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে, সে ব্যাপারেও খবর পাওয়া যায়নি।