খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:৫৮

খুলনার ফুলতলা উপজেলায় মিলন ফকির (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জামিরা রোডে এ ঘটনা ঘটে।
নিহত মিলন ফকির ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।
সম্পর্কিত খবর
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। এসময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এসময় মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারো গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম