লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ এম. ওয়াজেদ আলী হত্যায় প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার মুন্সীহাট সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত খবর
অভিযুক্ত নাহিদুজ্জামান বাবু পাটগ্রাম পৌর এলাকার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া মো. আব্দুস সামাদ প্রধান ছেলে। নিহত এম ওয়াজেদ আলী তাদের প্রতিবেশী ছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এম. ওয়াজেদ আলী হত্যায় মামলার প্রধান আসামি নাহিদুজ্জামান বাবুকে পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এক বাড়ি থেকে গ্রেপ্তার করে রাতেই লালমনিরহাট পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ার নিজ বাসার সামনে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম. ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম