রঙ্গিন পোশাকে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতাকর্মীরা

রাজশাহীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভায় যোগ দিতে জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা। রোববার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকেই মহানগর ও জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে নেতাকর্মীদের আগমন হতে দেখা গেছে। স্লোগান আর নানা পোশাকে সজ্জিত হয়ে তারা যোগ দিচ্ছে।
সকাল ৯ টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পেয়েন্ট, আলুপট্টি, কল্পনা সিনেমা হল মোড়, বহরমপুর বাইপাস, আমচত্ত্বর , বিনোদপুর কাজলা এলাকাসহ বিভিন্ন প্রান্তে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।
সম্পর্কিত খবর
মহানগরীর নেতাকর্মীরা পায়ে হেটে আর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগতরা বাস, মিনিবাস, হিউম্যান হলার, লেগুনা, নসিমনসহ বিভিন্ন যানবাহনে করে এসে একটি নির্দিষ্ট জায়গান নেমে মাথায় ক্যাপ আর গায়ে টিশার্ট পড়ে মিছিলসহ তারা জনসভাস্থলের দিকে যাচ্ছে। নারীদের শাড়ী আর বিভিন্ন রঙ্গের ক্যাপ পড়ে প্রস্তুতি ও সভাস্তলের দিকে যাচ্ছে।
দুপুর ২টার দিকে রাজশাহী মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম