কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
নিহত হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাবদা এলাকার সোহরাব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩০)। ওই কারাগারে তার কয়েদি নং-৪৯৭৬এ।
সম্পর্কিত খবর
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যান।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার মামলা নং ২০(১)১৭, ধারা-৩৬৪৩০২২০১ দণ্ডবিধি মামলা রুজু ছিলো।
পূর্বপশ্চিমবিডি/এসএম