ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ২০:১৭

ঠাকুরগাঁও পৌর শহরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের এনামুল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর শহরের নিশ্চিন্তপুর শাহাপাড়ার মৃত সিরাজের ছেলে আসাদ (৩০) ও একই এলাকার রাশেদুল ইসলাম (৪০)।
সম্পর্কিত খবর
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসেন বলেন, আসাদ ও রাশেদুল একটি বাইকে (মোটরসাইকেল) করে এনামুল ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম