উপনির্বাচন বগুড়াবাসীর ওপর চাপিয়ে দিয়েছে বিএনপি: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বগুড়া-৬ সদর আসনে অপ্রত্যাশিত সংসদ নির্বাচন হচ্ছে। মাত্র ১১ মাস বাকি আছে জাতীয় সংসদের মেয়াদ। তার আগে উপনির্বাচন বগুড়াবাসীর ওপর চাপিয়ে দিয়েছে বিএনপি। আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে উনারা মাত্র কয়েকজন মিলে সরকার উচ্ছেদের উদ্দেশ্য পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসট্যান্ডে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা মার্কার পক্ষে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ওপর বগুড়াবাসীর ভবিষ্যত নির্ভর করছে।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সৈয়দ কবির আহম্মেদ মিঠু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুসহ শহর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে বার্তা নিয়ে আমাকে পাঠিয়েছেন। বগুড়ায় নৌকার প্রার্থী নির্বাচিত হলে, ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বগুড়া আসার রেললাইন নির্মাণে সমস্যা থাকবে না। বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল ও বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া বিলম্বিত হবে না।
রিপু নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের নয় সাধারণ মানুষের এমপি হয়ে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের যেই জোয়ার বগুড়াও সেই উন্নয়নের জোয়ারে ভাসবে। ঢাকা থেকে বগুড়া পর্যন্ত শুধু চারলেনে নয় বিমানবন্দর হওয়ার পরে বিমানে আসবেন আপনারা।
শ্রমিকদের উদ্দেশ্য আওয়ামী লীগ নেতা নানক বলেন, আপনারা ২০১২-২০১৩ সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস উপেক্ষা করে যেভাবে দেশের অর্থনীতি সচল রেখেছেন ঠিক সেইভাবে বগুড়ার উন্নয়ন সচল রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।