মুজিবনগর জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২

মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের নামে নাশকতার মামলা দেওয়া হয়েছে। পরে বিকেলে তাঁদের আদালতে নেওয়া হয়।
এর আগে সোমবার রাতে উপজেলার গোপালনগর গ্রামের মোশারফের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত খবর
গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন—মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী (৪১) ও জামায়াতের রোকন হাবিবুর রহমান (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।
ওসি বলেন, গোপালনগর গ্রামে মোশারফ নামে এক ব্যক্তির বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় খানজাহান ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে চাঁদা আদায়ের রশিদ ও বিপুল পরিমাণ বই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। তাঁদের নামে নাশকতার মামলা দেওয়া হয়েছে। পরে বিকেলে তাঁদের আদালতে নেওয়া হয়।