টাঙ্গাইলে মহিষের আক্রমণে আ. লীগ নেতাসহ তিনজনের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একটি পাগলা মহিষের আক্রমণে আওয়ামী লীগের নেতা হাসমত আলী খানসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান, কিতাব আলী ও হাজেরা বেগম। তারা তারুটিয়া গ্রামের বাসিন্দা।
সম্পর্কিত খবর
সোমবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী এবং রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়। এর আগে রোববার (২২ জানুয়ারি) সকালে হাজেরা বেগমের মৃত্যু হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, রোববার সকালে তারুটিয়া গ্রামের সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায় পাগলা মহিষটি। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওইদিন বেলা ৩টার দিকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। পরে হাসমত আলী ও কিতাব আলী মারা যান।
পূর্বপশ্চিমবিডি/এসএম