স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: মূল আসামি গ্রেপ্তার

ভালুকায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি মোহাম্মদ উজ্জ্বল মিয়াকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
উজ্জ্বল মিয়া ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামের বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।
সম্পর্কিত খবর
জানা গেছে, সংঘবদ্ধ ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই রেজাউল করিম ও এসআই মাহাবুর রশিদ টাঙ্গাইলের সখিপুর থানা এলাকায় এবং লালমনিরহাট সদর থানাধীন বত্রিশ হাজার নামক এলাকা থেকে অভিযান পরিচালনা করে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি উপজেলার রাজৈ ইউনিয়নে এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে ওই ঘটনায় স্কুলছাত্রী নিজে বাদী হয়ে ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।