ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, দুই কলেজছাত্র নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় সিয়াম (১৮) ও শাকিল হোসেন (১৮) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে তারা দু’জনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলো।
সম্পর্কিত খবর
নিহত সিয়াম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও শাকিল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টায় বেপরোয়া গতির মোটরসাইকেল ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহী মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম