নেত্রকোনা জেলা আ. লীগের সভাপতি আমিরুল, সম্পাদক শামসুর

দীর্ঘ ছয় বছর পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুর রাহমান ভিপি লিটন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান।
সম্পর্কিত খবর
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির হুমকি-ধমকিতে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। পরে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
এর আগে, দুপুর আড়াইটার দিকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
পূর্বপশ্চিমবিডি/এসএম