টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ২০:৩৩

টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলেন। পথে করাতিপাড়ায় পেছন থেকে এসআই পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাসটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম