আমি গরীব মানুষের দুঃখ-দুর্দশার কথা বুঝি: এমপি মিসবাহ

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে সানাবিল ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫২০ জন সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষের মধ্যে নগদ ১ হাজার টাকা করে ৫ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) বিকালে শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বন্যা দুর্গত মানুষের মাঝে বীজ ধান ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
সম্পর্কিত খবর
এসময় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন,আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সেবা করে যেতে চাই। সেই জন্য আপনাদের সহযোগিতা আমার দরকার। আমি গরীবের সন্তান, আমি গরীব মানুষের দুঃখ-কষ্টের কথা বুঝি। সততা ও ন্যায়ের পথে থেকে আপনাদের জন্য কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক হাজী আবুল কালাম আজাদ, সমাজকর্মী কফিল উদ্দিন,শামছুল হক সুহেল,আমিনুর রশিদ,আলী হায়দার,ইউপি সদস্য নুরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মো.শফিক আহমদ প্রমুখ।