মা ইলিশ পাহারা দেবে দেড় হাজার পুলিশ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ২২:১৩

এবার নদীতে মা ইলিশের সুরক্ষায় মোতায়েন করা হচ্ছে দেড় হাজার পুলিশ।
শুক্রবার নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায় এ ঘোষণা দেন।
সম্পর্কিত খবর
তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষা অভিযানে নৌ-পুলিশের পক্ষ থেকে দেড় হাজার পুলিশ নদীতে মোতায়েন করা হবে। এ ছাড়া এবার সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিয়ে অভিযানে নামা হবে।’
শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার দূর্গম চর রাজরাজেশ্বর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পংকজ চন্দ্র রায়।