সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাই নিহত
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১৫:১৮ | আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৫:২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউপির বেখইজুড়া গ্রামে বজ্রপাতে খোকন মিয়া (৪৪) ও জিলন মিয়া (৩২) নিহত হয়।
জানা যায়, ৩০ আগস্ট, মঙ্গলবার সকালে উপজেলার শালদিঘা হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে উপরোক্ত আপন দুই ভাই নিহত হয় ও আরেক ভাই গুরুতর আহত অবস্থায় ধর্মপাশা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে তাদের নিজ বাড়িতে আনা হয়েছে।
সম্পর্কিত খবর
পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক বিষয়টি সত্যাতা নিশ্চিত জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দাফন করা হবে।
পূর্বপশ্চিম - শংকর দত্ত/ এনই