আড়াই ঘণ্টার চেষ্টায় চকবাজারে কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দুপুর ২টার ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে আমরা খবর পাই চকবাজারে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। প্রথমে একটি ইউনিট এসে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের এক এক করে দশটি ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টা ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এখনো সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি কিছুটা আগুন দেখা যাচ্ছে সেগুলো হলো প্লাস্টিকের আগুন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
সম্পর্কিত খবর
এরআগে সোমবার দুপুর ১২টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ওই কারখানার পাশে ঘরবাড়ি থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে বলে জানা গেছে।
পূর্বপশ্চিমবিডি/এআই