চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় চাঁদপুরে রিকশা আরোহী তিন যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় রিকশাচালক খোরশেদ শেখ (৬৫) গুরুতর আহত হয়েছেন। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাতে রিকশায় চড়ে ওই তিন যাত্রী চাঁদপুরের দিকে আসছিলেন। পথে বাগরা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটির সঙ্গে রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশা আরোহী তিনজন মারা যান। এছাড়া রিকশাচালক গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ উপজেলা থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
পূর্বপশ্চিম/ম