আজ যানবাহনের চাপ নেই মাওয়া প্রান্তের টোল প্লাজায়
প্রকাশ: ১২ জুলাই ২০২২, ১২:৪৪

ঈদের তৃতীয় দিনে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দক্ষিণাঞ্চলমুখী যানবাহনের চাপ তেমন দেখা যায়নি।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে পদ্মা সেতুর দক্ষিণপ্রান্ত থেকে যানবাহন আসতে দেখা গেছে। তবে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি চোখে পড়েছে।
সম্পর্কিত খবর
পদ্মা সেতুর তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, অনেকেই ঢাকা ঈদ করে পরদিন গ্রামের বাড়িতে গিয়েছে। তাই গতকাল মাওয়া টোল প্লাজাতে চাপ ছিল। সেই চাপ রাত ৮টা পর্যন্ত ছিল। তবে গতকালের চেয়ে আজ যানবাহনের সংখ্যা কম। তেমন চাপ নেই মাওয়া প্রান্তের টোল প্লাজায়। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪ শত ৪০টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪শ টাকা।
পূর্বপশ্চিম/ম