নওগাঁর সড়কে মাটি পরিবহন নিষিদ্ধ করলো জেলা প্রশাসন

নওগাঁর বিভিন্ন মহাসড়ক, সড়ক ও আঞ্চলিক সড়কে কাঁকড়া, ট্রলি ও অন্যান্য যানবাহন দিয়ে মাটি পরিবহন করার কাজ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে এই ঘোষনা প্রদান করা হয়।
গনবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত কাঁকড়া, ট্রলি ও অন্যান্য যানবাহন দ্বারা মাটি পরিবহনকালে রাস্তায় ফেলে যাওয়া মাটির কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে।মানুষের জীবনের সুরক্ষা প্রদানের স্বার্থে কাঁকড়া, ট্রলি ও অন্যান্য যানবাহন দ্বারা মাটি পরিবহনকালে রাস্তার উপর যাতে মাটি না পড়ে সেজন্য মাটি পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো। জনস্বার্থে জারীকৃত এই নির্দেশনা লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার, জেলার ১১টি উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জারীকৃত নির্দেশনাটি দ্রæত বাস্তবায়ন করার নির্দেশনাও প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের জারী করা এই গনবিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছে নওগাঁর সচেতনমহল। কিন্তু জারীকৃত এই গনবিজ্ঞপ্তিটি কতটুকু বাস্তবায়িত হবে সেই বিষযটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন।
সম্পর্কিত খবর
পূর্বপশ্চিম/ম