ব্রাহ্মণবাড়িয়ায় ভিপি নূরের কুশপুত্তলিকা দাহ

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কসবায় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ছাত্রলীগ। এসময় বিক্ষোভকারীরা ভিপি নূরের কুশপুত্তলিকাও দাহ করে। শনিবার (২ জুলাই) বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি ঝাড়ু মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পর্কিত খবর
কসবা পুরাতন বাজারে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন খান রিমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কাজী মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুস্তম খান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ প্রমুখ।
পূর্বপশ্চিমবিডি/এআই