৪ দিন পর সুনামগঞ্জ শহরের একাংশে বিদ্যুৎ
প্রকাশ: ২০ জুন ২০২২, ২১:১৭

টানা চারদিন পর সুনামগঞ্জ শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
সোমবার (২০ জুন) সন্ধ্যার দিকে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
সম্পর্কিত খবর
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান গণমাধ্যমকে জানান, পৌর শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। হাসপাতাল, কারাগার, জেলা প্রশাসক কার্যালয়, সদর থানাসহ গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। ধীরে ধীরে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
বন্যার কারণে গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
পূর্বপশ্চিম- এনই