খুলনায় দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
প্রকাশ: ১৬ মে ২০২২, ১৪:০৪

খুলনায় দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১৪ মে) রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি গ্রামে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
গ্রেপ্তাররা হলেন- নাইম মোড়ল, মোজাহিদুল ইসলাম (২৩) ও আজিজুল মোড়ল (২৪)।
বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহিদুর রহমান বলেন, রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন নম্বর আসামি নাইমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ একজনকে ও র্যাব দুজনকে আটক করে।
তিনি বলেন, ধর্ষণের শিকার দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম