ফেনীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার দুই

ফেনীর ফুলগাজীতে ৭ কেজি গাঁজাসহ নুরুল আমিন রুবেল (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (০৯ এপ্রিল) ভোরে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফকিরের খিল পৈথারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পর্কিত খবর
রুবেল ওই এলাকার ভুইয়া বাড়ীর রহুল আমিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এরপর তার তথ্য অনুসারে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের মহিপাল স্টার লাইন কাউন্টারের সামনে থেকে শুক্রবার ৩০০ পিস ইয়াবাসহ সাবেত নামে মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে তিনি জানান, সাবেতের নামে ফেনী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূরবপশ্চিমবিডি/এএলএম/এনজে