নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। মুমূর্ষ অবস্থায় ৩ জনকে ঢাকা পাঠানো হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বিকালে নাসিরনগর-সরাইল সড়কে ধনকুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, এদিন বিকাল ৩টার দিকে দাঁতমন্ডল গ্রাম থেকে অটোরিকশা যোগে নাসিরনগর সদরে আসার পথে ধনকুড়া গ্রামের মধ্যবর্তী স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কা দেয়। সাথে সাথেই অটোরিকশাটি উল্টে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় আলী শাহ (৬৩) নামে এক বৃদ্ধা। আহত করিম শাহকে (৫৫) জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মারা যায়। এ ঘটনায় দাতঁমন্ডল গ্রামের একেই পরিবারের তিন জন আহত হয়েছে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরুতর আহত মো. মাইনুদ্দিন, মো. মাহফুর মিয়া, মো. করিম শাহ ও মারিয়া জান্নাতকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান , সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। দুই জন নিহত হওয়ার সংবাদ পেয়েছি।
পূর্বপশ্চিমবিডি/এএইচভি/জেএস