পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জে জুয়া খেলার সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ জানুুয়রি) বেলা ১১টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সম্পর্কিত খবর
জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকালে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে পুলিশের একটি দল যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে রানীগঞ্জ কুশিয়ারা নদীর পুরাতন জেটির জুয়ার আসর থেকে তাজ উদ্দিনসহ (৬৭) ৪ জন নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে ৩ জন পাড়ে উঠলে ও বৃদ্ধ তাজ উদ্দিন নিখোঁজ হন। জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। অবশেষে তিনদিন পর তার লাশ উদ্ধার হলো।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, কুশিয়ারা নদীতে ডুবে নিহত তাজ উদ্দিন (৬৭) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের বাসিন্ধা। নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পূর্বপশ্চিম/এসকে