সাঙ্গু নদী থেকে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ির তারাছা বাঁদুড়ঝিরি পয়েন্টে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ থাকা দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মারিয়াম আদনীন (১৯) ও আহনাফ আকীম (২২)।
বান্দরবানের সাঙ্গু নদীতে নৌ ভ্রমণে গিয়ে শুক্রবার দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান মারিয়া ইসলাম (১৯) এবং নিখোঁজ হন মারিয়াম আদনীন ও আহনাফ আকীম নামে আরও দুই পর্যটক। বিকেল থেকে সেনাবাহিনী, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার অভিযান শুরু করে।
সম্পর্কিত খবর
শনিবার সকালে মারিয়াম আদনীনের মরদেহ উদ্ধার করা হয়। দুপুর দেড়টার দিকে আহনাফ আকীমের মরদেহ উদ্ধার করা হয়।তারা মামাতো ভাই-বোন।
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে পারিবারিক ভ্রমণে ২২ ডিসেম্বর ১০ সদস্যের একটি পর্যটক দল বান্দরবানে আসেন। তাদের মধ্যে তিনজন মারা গেল।
পূর্বপশ্চিম- এনই