পরীক্ষা কেন্দ্রে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক প্রভাষকের বিরুদ্ধে। শনিবার (১৯ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামের স্নাতক প্রথম বর্ষে পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক জাকিরুল ইসলাম।
সম্পর্কিত খবর
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, শনিবার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইমপ্রুভ পরীক্ষা চলছিলো। ওই ছাত্রী প্রথম বর্ষের একটি বিষয়ের ফলাফল খারাপ হওয়ায় ফের পরীক্ষাটি দিতে আসেন। কলেজের অডিটোরিয়ামে পরীক্ষার চলাকালীন সময়ে দুপুর ১টা-৫টা পর্যন্ত ওই ছাত্রীকে অভিযুক্ত শিক্ষক নানাভাবে শ্লীলতাহানি করেন। মেয়েটি পরীক্ষা চলার জন্য তাৎক্ষণিক কোনো প্রতিবাদ না করে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তার বাবাকে সব ঘটনা জানালে রোববার পরিবারের সদস্যরা কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এসে অভিযোগ করেন।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত জাকিরুল ইসলাম জানান, মেয়েটি পরীক্ষার হলে বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন। এ জন্য আমি তাকে হাত ধরে সোজা করে দিয়েছি। অভিযোগ পুরোপুরি সত্য নয়। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি