• শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

বামনের বিয়ে ঘিরে উৎসবে মেতেছে পুরো গ্রাম

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২১, ১৫:৫৯
স্বরূপকাঠি সংবাদদাতা

বর আল আমিন লম্বায় ৪৪ ইঞ্চি, কনে শাম্মি লম্বায় ৩৩ ইঞ্চি। দুই বামনের বিয়ে ঘিরে উৎসবে মেতে ওঠে পুরো গ্রাম।

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আল আমিনের (২২) সাথে একই উপজেলার সোহাগদল ইউনিয়নের বাসিন্দা মো. শাহজাহানের কন্যা শাম্মি আক্তারের (২০) বিয়ে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। বামন পাত্র-পাত্রীর বিয়ে অনুষ্ঠাটি হয়েছে বেশ জাকজমকপূর্ণ আয়োজনে।

এই বিয়েকে ঘিরে পুরো এলাকায় বয়ে যায় উৎসবের আমেজ। নিমন্ত্রণ না করলেও খবর পেয়ে এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বর-কনেকে বরণ করেছেন।

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বাড়িতে আত্মীয়-স্বজনসহ এলাকার দেড় শতাধিক গণ্যমান্য লোকদের দাওয়াত করে কনেপক্ষ। কিন্তু ছেলেকে একনজর দেখার জন্য কনের বাড়িতে ওই এলাকার বহু লোক ভিড় জমান। তাদের বিয়েতে এক লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে। উভয় পরিবারের লোকজনসহ পাড়া-প্রতিবেশী সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান। রাতে বউ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শত শত উৎসুক লোকজন বর-কনেকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান। নবদম্পতিকে আশির্বাদ জানানোর পাশাপাশি তাদের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন অনেকেই।

ভবিষ্যতে তারা দাম্পত্যজীবন যেন সুখে ও শান্তিতে কাটাতে পারেন এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি।

পূর্বপশ্চিম- এনই

বামনের বিয়ে,উৎসব
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close