খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১২:০৬

খাগড়াছড়িতে শনিবার (১১ ডিসেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসা গাছের ডালপালা কাটার জন্য সদর উপজেলায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার।
সম্পর্কিত খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে গাছের গাছের ডালপালা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ বিতরণ লাইনের সংস্পর্শে এসে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়াসহ স্থানীয় জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তাই শনিবার (১১ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি