রাঙামাটিতে ভূমিকম্পে মসজিদে ফাটল

রাঙামাটি শহরে ভূমিকম্পে ঝুল্লিক্যা পাহাড়ে নির্মাণাধীন সংযোগ সেতুর জোড়ায় এবং তৃতীয় তলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে তাড়াহুড়া করে নামতে গিয়ে ও ঘুমন্ত অবস্থায় মাথায় বোতল পড়ে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজ আদায় করার সময় হঠাৎ মসজিদটি কেঁপে ওঠে। নামাজ শেষে বের হয়ে দেখা যায় মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
একই সঙ্গে শহরের পুরানপাড়া ও ঝুুল্লিক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযাগ স্থলে হালকা ফাটল দেখা গেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদ ও সেতু দুটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে। মসজিদটির দেয়ালে ফাটল দেখার কথা নিশ্চিত করে তিনি বলেন, নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না। যে ফাটল দেখা দিয়েছে তা সংস্কারের জন্য উদ্যাগ গ্রহণ করা হবে। একই সঙ্গে সেতুর দুই গার্ডারের অংশে এক্সপানশন জয়েন্ট রাখা হয়। এটি ফাটল না। এতে ঝুঁকির কোনো শঙ্কা নেই।
পূর্বপশ্চিমবিডি/জিএস