ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে জিহাদ (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) বিকেলে ওই কিশোরকে আটক করে ভেড়ামারা মডেল থানা পুলিশ।
আটক জিহাদ ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব ভেড়ামারা এলাকার আব্বাস আলীর ছেলে।
সম্পর্কিত খবর
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় পূর্ব ভেড়ামারায় একটি বাড়িতে জিহাদ নামে এক কিশোর ৬ বছরের একটি শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করেছে এমন অভিযোগ করে ওই শিশুর বাবা। পরে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে অভিযুক্ত কিশোর জিহাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ওসি।
পূর্বপশ্চিমবিডি/এসসিএম