পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশ: ১০ জুন ২০২১, ২০:৩৫

খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফেনির কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- ফেনির কুল এলাকার আবু তাহেরের ছেলে জোনায়েদ হোসেন (৪) ও একই এলাকার আবু তৈয়বের ছেলে মাহিরা বিনতে মিতা (৫)।
সম্পর্কিত খবর
পুলিশ জানায়, সন্ধ্যায় খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় জোনায়েদ ও মিতা। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজীব চন্দ্র কর জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি